• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

বন্য হাতির আক্রমণে প্রাণ গেলো বৃদ্ধের 

প্রকাশিত: ১৬:৩৯, ৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বন্য হাতির আক্রমণে প্রাণ গেলো বৃদ্ধের 

ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় সংরক্ষিত বনভূমিতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির আক্রমণে আহমেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বালিঝুরি রেঞ্জের মালাকুচার বিট অফিসের পশ্চিম পাশে গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আহমেদ আলী শ্রীবরদী উপজেলার রানিশিমুল ইউনিয়নের মালাকুটা হালুহাটি গ্রামের মৃত সুরহাব আলীর ছেলে। তিনি পেশায় কৃষিকাজ ও কাঠ সংগ্রহের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আহমেদ আলী অপর এক ব্যক্তির সঙ্গে সংরক্ষিত বনভূমিতে লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় হঠাৎ একটি বন্য হাতি তাদের ওপর আক্রমণ চালায়। সঙ্গে থাকা ব্যক্তি দৌড়ে পালিয়ে আসতে পারলেও আহমেদ আলী হাতির আক্রমণে গুরুতর আহত হন। পরে বনভূমি থেকে তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বনবিভাগের বালিঝুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া গণমাধ্যমকে বলেন, সংরক্ষিত বনভূমিতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে দুইজন বন্য হাতির আক্রমণের শিকার হন। আহত অবস্থায় আহমেদ আলীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার বিস্তারিত জানার জন্য বনবিভাগের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম গণমাধ্যমকে বলেন, বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2