খাগড়াছড়িতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

সংগঠনের ৩ কর্মীকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। অবরোধের কারণে দূরপাল্লা ও আন্তঃজেলা সড়কে কোন গাড়ি। এছাড়া ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৈশ বাসগুলো পুলিশী প্রহরায় খাগড়াছড়িতে প্রবেশ করে।
এদিকে অবরোধের সমর্থনে জেলার কয়েকটি স্থানে পিকেটিং এর খবর পাওয়া গেছে। তবে এখনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য,বুধবার সকালে জেলার পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ এর ৩ কর্মী নিহত হয়। এ হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) আজ খাগড়াছড়ি জেলায় সকাল -সন্ধ্যা সড়ক অবরোধ আহবান করে।
বিভি/এআই
মন্তব্য করুন: