• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কেটেছে স্থবিরতা, পর্যটকদের উপস্থিতিতে মুখর সাজেক কাউন্টার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫২, ৫ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
কেটেছে স্থবিরতা, পর্যটকদের উপস্থিতিতে মুখর সাজেক কাউন্টার

দীর্ঘ প্রায় ১ মাসের বেশী সময়ের স্থবিরতা কাটিয়ে আজ থেকে পর্যটকদের ভ্রমণে আজ থেকে খোলা হয়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন কেন্দ্রগুলো। প্রথমদিনই সাজেক যেতে খাগড়াছড়ি শহরের কাউন্টার এলাকা পর্যটকদের উপস্থিতিতে মুখরিত ছিল। সাজেক পরিবহন মালিক সমিতির তথ্য প্রথম দিন সকালে সাজেকের উদেশ্যে খাগড়াছড়ি ছেড়েছে ২৫টি পিকআপসহ অসংখ্য সিএনজি ও বাইকে।

গেল ৮ অক্টোবর থেকে পর্যটকদের খাগড়াছড়িতে ভ্রমণে বিরত থাকার পর আজ আবার চালু হওয়ায় খুশি ঘুরতে আসা পর্যটকরা। প্রকৃতির সান্নিধ্য উপভোগে অনেকে এসেছেন বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের উপস্থিতি আরও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে শুক্রবার ও শনিবারের জন্য আগাম বুকিং হচ্ছে সাজেক ও খাগড়াছড়ির হোটেল, কটেজ গুলো। 

সাজেকের পাশাপাশি খাগড়াছড়ির আলুটিলা, রিছাং ঝর্ণাসহ জেলার পর্যটন কেন্দ্র গুলোতে পর্যটকদের পদাচরণায় মুখর হবে বলে আশাবাদী এ খাতের সাথে সম্পৃক্তরা। 

সেপ্টেম্বর ও অক্টোবর মাসে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংস ঘটনার জেরে পর্যটকদের পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানায় স্থানীয় প্রশাসন।

বিভি/এজেড

মন্তব্য করুন: