• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ফুসফুস নষ্ট-আইসিইউতে আরশ খান, জানা গেলো আসল তথ্য

প্রকাশিত: ১৭:৫৮, ৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ফুসফুস নষ্ট-আইসিইউতে আরশ খান, জানা গেলো আসল তথ্য

আরশ খান

বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় অভিনেতা আরশ খান। নাটকে অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে সরব থাকেন তিনি। সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট নিয়ে তৈরি হয়েছে জল্পনা। 

রবিবার (৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে আরশ খান নিজের ধূমপানের কারণে ফুসফুস খারাপ হয়ে পড়েছে এমন ইঙ্গিত দিয়ে একটি পোস্ট করেন। 

আরশ খান লেখেন, ‘স্কুলজীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এখন ফ্লেক্সের বিষয় বস্তু অভ্যাসে পরিণত হয়েছে। সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত ১৯ বছরে ফুসফুসের যে ১২টা বেজেছিল, তার ৩ গুণ বেজেছে গত ৬ মাসে।’

তিনি আরও লিখেছেন, ‘বিশ্বাস কর, সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নেই। তোমরা যারা রিসেন্টলি ধূমপান বিষয়টাকে আপন করে নেয়ার ভাবনায় আছো, তারা এই বিষয় থেকে দূরে থাকো। ধূমপায়ী ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে, তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে ৯ মাস। তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায়, যা কোনোদিন ঠিক হয় না।’

পোস্টের শেষ দিকে তিনি লেখেন , ‘ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয়, তার কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই। পুরো জীবনের জন্য ওই অংশ অকেজো। সিগারেট এমন প্রেমিকা, যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে, সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না। ভাবিয়া করিও কাজ, আমার মতো করিয়া ভাবিয়ো না।’

এই পোস্টের পর থেকেই শুরু হয় জল্পনা। কেউ কেউ বলছেন আরশ ফুসফুস ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে, ভর্তি আছেন আইসিইউতে। তবে এবার জানা গেলো আসল তথ্য।

এ প্রসঙ্গে আরশ গণমাধ্যমে জানান, বর্তমানে তার শারীরিক কোনো জটিলতা নেই। তিনি সুস্থ আছেন।

আজ আরশ খান বলেন, ‘আমি সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করার জন্য এ দেওয়া। আর পোস্টের কারণে যারা আমাকে অপারেশন থিয়েটার পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহ্বান, এমনটা না করার জন্য।’

বিভি/জোহা

মন্তব্য করুন: