• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাজীপুরে আজও সড়ক অবরোধ শ্রমিকদের

প্রকাশিত: ১৯:২৭, ১৪ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
গাজীপুরে আজও সড়ক অবরোধ শ্রমিকদের

বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শ্রীপুরে এইচ ডি এফ অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা জৈনা বাজার কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে আঞ্চলিক সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শ্রমিকদের অভিযোগ- অক্টোবর ও চলতি মাসের বেতন, বকেয়া পাওনা পরিশোধ না করে হঠাৎ করেই কারখানা বন্ধ করে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

পরে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সকাল আটটার দিকে আঞ্চলিক সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে শ্রমিকদের সাথে আলোচনা করে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। তবে কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

প্রায় তিন ঘন্টা পর সকাল ১১ টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

বিভি/এআই

মন্তব্য করুন: