• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

রাত নামলেই যেন আতঙ্কের নগরী খুলনা

আতিয়ার পরভেজ, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:২২, ২৫ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
রাত নামলেই যেন আতঙ্কের নগরী খুলনা

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে খুলনায়। গত চার মাসে সংগঠিত হয়েছে ১২ টি হত্যাকাণ্ড। সবশেষ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যায় আতঙ্কে নগরবাসী। বেশিরভাগ হত্যাকাণ্ডের পেছনে এলাকায় আধিপত্য প্রতিষ্ঠা ও মাদকের জোন নিয়ন্ত্রণের বিরোধ খুঁজে পেয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। অবৈধ অস্ত্রের সহজলভ্যতা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে উঠতি বয়সী কিলাররা এখন বেপরোয়া। 

রাত নামলেই যেন আতঙ্কের নগরী খুলনা। চুরি-ছিনতাইয়ের পাশাপাশি ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। শুক্রবার (২৪ জানুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যাকাণ্ডের পর চরম আতঙ্ক দেখা দিয়েছে জনমনে।

টার্গেট ক্লিলিং থামাতে পারছে না পুলিশ। উঠতি বয়সী তরুণদের হাতে হাতে অস্ত্র। অপরাধ জগতের নতুন এসব খুনিদের ধরতে চ্যালেঞ্জের মুখে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তাহীনতায় নগরবাসী। একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্ক ও উদ্বিগ্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনের নেতারা।

পুলিশের ধারণা হত্যাকাণ্ডে জড়িতরা নব্য কিলার। আগাম তথ্য না পাওয়ার কারণে অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্বজন, সহপাঠী ও নগরবাসীর।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2