• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সীমান্ত থেকে ২০ লাখ টাকা মূল্যের ১ পিস স্বর্ণের বার উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৫, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:১৩, ৩০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
সীমান্ত থেকে ২০ লাখ টাকা মূল্যের ১ পিস স্বর্ণের বার উদ্ধার

ভারতে পাচারের সময় সাতক্ষীরার আবাদেরহাট সীমান্ত থেকে প্রায় ২০ লক্ষাধিক টাকা মূল্যের ১ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ এপ্রিল) ভোরে (বিজিবি) সদর উপজেলার আবাদেরহাট সীমান্ত থেকে উক্ত স্বর্ণের বার জব্দ করা হয়। তবে, বিজিবি সদস্যরা এসময় কোন চোরাচালানীকে আটক করতে সক্ষম হয়নি।

বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক জানান, সাতক্ষীরার আবাদেরহাট সীমান্ত সীমান্ত এলাকা দিয়ে একদল চোরাকারবারী স্বর্ণের একটি চালান পাচারের উদ্দেশে গমন করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার আমিরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এসময় একজন চোরাকারবারী সেখানে একটি ব্যাগ ফেলে জঙ্গলের মধ্যে পালিয়ে যান। এ সময় উক্ত ব্যাগ থেকে স্কচটেপ দ্বারা মোড়ানো ১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ১৩৮.১০ গ্রাম যার বাজার মূল্য ২০ লক্ষ ৪২ হাজার ৯১৩ টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2