• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কর্ণফুলী নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২২:০৯, ৩০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
কর্ণফুলী নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে মো. রাহাত নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকালে চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মো. রাহাত বহদ্দারহাট এলাকার মো. লিয়াকত আলীর ছেলে এবং চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলে খেলতো।

জানা গেছে, ২৯ এপ্রিল স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় রাহাত। কিন্তু, এরপর আর বাসায় ফেরেনি সে। বুধবার স্থানীয়রা লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পূর্ব শত্রুতার জেরে তাকে মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, রাহাত কাদের সঙ্গে স্কুল থেকে বের হয়েছিল এবং কোথায় গিয়েছিলো; এসব বিষয় তদন্ত করা হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2