• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

প্রকাশিত: ১৪:০৮, ২৪ মে ২০২৫

ফন্ট সাইজ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে। এরই ম‌ধ্যে সব ধর‌নের প্রস্তু‌তি শেষ ক‌রে‌ছে স্থানীয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ। শনিবার (২৪ মে) সকা‌লে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে ফেরি ও লঞ্চসহ বিভিন্ন নৌযান সুষ্ঠুভাবে চলাচল ও ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় সভায় এ তথ‌্য জানা‌নো হয়।

সভায় বলা হয়, ঈদে ঘরে ফেরা ও ঈদপরবর্তী কাজে ফেরাদের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের তিন দিন আগে ও তিন দিন পর পর্যন্ত সড়কে পণ্যবাহী পরিবহন বন্ধ থাকবে। সাত‌টি ঘা‌টের ম‌ধ্যে তিনটি ঘাট প্রস্তুত রাখা হ‌য়ে‌ছে। ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল কর‌বে। পশুবা‌হী যানবাহনগু‌লো‌কে অগ্রা‌ধিকার ভি‌ত্তিতে পারাপার করা হ‌বে। যানবাহনের বাড়তি চাপ কমাতে ঈদের তিনদিন আগে ও পরে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া, চাঁদাবাজি, অজ্ঞানপা‌র্টি বন্ধে কঠোর নজরদারিতে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়াও নেওয়া হ‌য়ে‌ছে নানা উদ্যোগ।

জেলা প্রশাসক সুলতানা আক্তা‌রের সভাপ‌তি‌ত্বে এ সভায় অতিরিক্ত পু‌লিশ সুপার, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2