• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পুলিশকে ধাওয়া, মৌলভীবাজারের যুগিডর থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার 

প্রকাশিত: ১৮:২১, ২৭ মে ২০২৫

আপডেট: ১৮:২১, ২৭ মে ২০২৫

ফন্ট সাইজ
পুলিশকে ধাওয়া, মৌলভীবাজারের যুগিডর থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার 

মৌলভীবাজার মডেল থানা পুলিশের অভিযানে শহরের যুগিডর এলাকার একটি বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার খালিশপুর থেকে পুলিশ আসামি নিয়ে ফেরার পথে যুগিডর এলাকায় সন্ত্রাসী পীর আজাদের সহযোগী জুবের এক যুবককে মারধর করতে দেখতে পায়। ওই সময় মৌলভীবাজার মডেল থানার সাব ইন্সপেক্টর উৎপল পাল এগিয়ে গেলে সন্ত্রাসী জুবের পীর আজাদের বাসা থেকে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশকে ধাওয়া করে। কিছুক্ষণ পর পুলিশের একটি টিম পীর আজাদের বাড়ি ঘিরে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করে। 

এ ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন জানান, সন্ত্রাসী পীর আজাদের মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পীর আজাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।    

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2