• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

বিএনপি যখন যে কথা দিয়েছে তা রক্ষা করেছে: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৫, ১০ জুন ২০২৫

ফন্ট সাইজ
বিএনপি যখন যে কথা দিয়েছে তা রক্ষা করেছে: টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নাই। কাজেই আল্লাহর রহমতে বিএনপি এদেশে টিকে থাকবে। কারণ, ধোঁকাবাজির রাজনীতি বিএনপি করে না। বিএনপি যখন যে কথা দিয়েছে তা রক্ষা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃঢ়তার কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে টাঙ্গাইলে যুবদলের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় বিএনপির সাথে সমন্বয় করে দ্রুত সময়ে কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের জন্য নির্দেশ দেন সুলতান সালাউদ্দিন টুকু। 

সদর উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার কবিরুজ্জামানের সভাপতি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু ও জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2