হবিগঞ্জে সেপটিক ট্যাংকের গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোবাশ্বির মিয়া নামে আরও একজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের মানিক মিয়া (৫৫) ও বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের রফিকুল ইসলাম (৩০)।
স্থানীয়রা জানান, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের খন্দকার আনোয়ার হোসেন শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে জমি কিনে বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন।শনিবার সন্ধ্যায় দুই শ্রমিক সাটারিং খোলার জন্য ট্যাংকের ভেতরের নিচে নামেন।এ সময় বিষাক্ত গ্যাসে ধাপে ধাপে দুইজনই অচেতন হয়ে পড়েন।এক সময় সেপটিক ট্যাংকে দুইজনের মৃত্যু হয়।ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের টিম ঘণ্টাখানেক চেষ্টায় লাশ দুটি উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই শ্রমিক সাটারিং খোলার জন্য নির্মাণাধীন ট্যাংকের ভেতরের নিচে নামেন। সেখানে বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়।
বিভি/এআই
মন্তব্য করুন: