• NEWS PORTAL

  • সোমবার, ২৫ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শক্তিশালী রূপে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কাজিকি

প্রকাশিত: ১২:৪০, ২৫ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
শক্তিশালী রূপে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কাজিকি

ছবি: সংগৃহীত

শক্তিশালী রূপ নিয়ে ভিয়েতনামের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কাজিকি। এরইমধ্যে পূর্ব সতর্কতা হিসেবে দেশটির ৩ লাখের বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বহু অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) ভিয়েতনামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, থান হোয়া এবং কোয়াং বিন প্রদেশের বিমানবন্দরগুলো বন্ধ করে দেয়া হয়েছে। অন্যদিকে ভিয়েতনাম এয়ারলাইন্স এবং ভিয়েতজেট এই অঞ্চলে আসা-যাওয়া করা একাধিক ফ্লাইট বাতিল করেছে।

এক বিবৃতিতে জনগণকে সতর্ক করে ভিয়েতনাম সরকার জানিয়েছে, রবিবার (২৪ আগস্ট) কাজিকি চীনের হাইনান দ্বীপের দক্ষিণ উপকূল অতিক্রম করেছে। এটি অত্যন্ত বিপজ্জনক ও দ্রুতগতির ঝড়। এতে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

কর্মকর্তারা বলছেন, গত বছর আঘাত হানা ইয়াগির মতো ভয়াবহ তাণ্ডব চালাতে পারে কাজিকি। ইয়াগির আঘাতে গত বছর ভিয়েতনামে প্রায় ৩০০ জনের মৃত্যু এবং ৩.৩ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
 
ভিয়েতনামের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের ফলে এরইমধ্যে বাতাসের গতিবেগ প্রতিঘণ্টায় বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ কিলোমিটারে। সোমবার এটি উপকূলে আঘাত হানার সময় এর শক্তি আরও বৃদ্ধি হতে পারে।
 

ভিয়েনামের কেন্দ্রীয় প্রদেশ থান হোয়া, কোয়ান ত্রি, হিউ এন্ড ডা নাগের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে ফ্লাইট চলাচল এবং নৌকাগুলোকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। -সূত্র: হিন্দুস্তান টাইমস
 

বিভি/এআই

মন্তব্য করুন: