নির্বাচন অফিসে আগুন: পুরনো ভোটার তালিকা, ব্যালট বাক্স ও কম্পিউটার

বরগুনা জেলা নির্বাচন অফিস কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অফিসের হিসাব শাখা রুমে থাকা পুরনো ভোটার তালিকা, ব্যালট বাক্স, কম্পিউটার, ফটোকপি মেশিন, ফ্রিজ ও নানা দাফতরিক আসবাবপত্র পুড়ে গেছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরউজ্জামান। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় অফিসে দায়িত্বে থাকা নাইটগার্ড পর্দা টানিয়ে কোথায় যেন চলে যান। পরে এক পরিচ্ছন্নতাকর্মী কাজ করতে এসে হিসাব শাখার রুম থেকে বিকট শব্দ পান এবং সঙ্গে সঙ্গেই আগুনের আভাস মেলে। দ্রুত খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরগুনার উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, সকাল ৭টা ২৬ মিনিটে তারা আগুন লাগার খবর পান এবং তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান। আগুনটি মূলত হিসাব শাখার একটি রুমে সীমাবদ্ধ ছিল। পাশের স্টোররুম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র অক্ষত রয়েছে বলে জানান তিনি।
তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে: ৩টি ব্যালট বাক্স, একটি ফ্রিজ, ভোটার তালিকা ও পুরাতন রেকর্ড, একটি কম্পিউটার
মূল্যবান অফিস ফাইলপত্র ও আসবাবপত্র।
প্রশাসন বলছে, এই অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নির্বাচনী সরঞ্জাম ও দাফতরিক নথিপত্র হারিয়ে যাওয়ায় প্রশাসনিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও, বরগুনা জেলা নির্বাচন অফিস একটি বড় বিপর্যয় থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। তবে এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয় দায়িত্বে অবহেলা ও যন্ত্রপাতির নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি কতটা বড় বিপদের কারণ হতে পারে।
বিভি/এসজি
মন্তব্য করুন: