চোরাকারবারী ধরতে সীমান্তে বিজিবির ফাঁকা গুলি, ভারতীয় মহিষ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী সীমান্তে একটি সংঘবদ্ধ চোরাকারবারি দলকে ধরতে গিয়ে দুই রাইন্ড ফাঁকা গুলি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের-বিজিবি সদস্যরা। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০ টার দিকে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় সংঘবদ্ধ চোরাকারবারিরা ছত্রভঙ্গ হয়ে গেলে সেখান থেকে ১০টি মহিষ জব্দ করে ৫৩ বিজিবি।
বুধবার (১৬ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এসব তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ব্যাটালিয়নের বাখের আলী সীমান্তের পদ্মা নদীর আলিমের ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। এ সময় সেখানে সংঘবদ্ধ চোরাকারবারীদের দেখতে পেয়ে তাদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড ফাঁকা গুলি করা হয়। গুলির শব্দে চোরাকারবারীরা রাতের আঁধারে পালিয়ে গেলে সেখান থেকে ১০টি ভারতীয় মহিষ জব্দ করা হয়।
অধিনায়ক আরো বলেন, জব্দকৃত মহিষগুলো ভারত থেকে অবৈধ পথে আনা হয়েছিল। কিন্তু, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চোরাকারবারীদের বেশি দূর ধাওয়া করতে পারেনি টহলরত বিজিবি সদস্যরা। ফলে, তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: