• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জামায়াতের সমাবেশের দিন উত্তরায় সম্মেলন ডাকলো জমিয়তে উলামা

প্রকাশিত: ১৫:২৪, ১০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
জামায়াতের সমাবেশের দিন উত্তরায় সম্মেলন ডাকলো জমিয়তে উলামা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবার সেই একই দিন রাজধানীর আরেক প্রান্ত উত্তরায় সম্মেলন ডেকেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ঢাকা মহানগর উত্তরা জোনের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে “জুলাই সম্মেলন” করবে বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। ১৯ জুলাই সকাল ৯টায় উত্তরা ৩নং সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

একই দিনে দুটি ইসলামী দলের সমাবেশ-সম্মেলন কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

গত ৭ জুলাই বিমানবন্দর এলাকায় অবস্থিত জামিয়া বাবুস সালামে জমিয়তে উলামার একাংশের এই সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি কিফায়েতুল্লাহ আযহারীর সঞ্চালনায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে আরো উপস্থিত ছিলেন—জমিয়তের কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মহিউদ্দিন মাসুম, উত্তরখান থানা সভাপতি মাওলানা ইউসুফ কাসেমী, সহসভাপতি মাওলানা বোরহান উদ্দিন ও মাওলানা আব্দুর রহিম, পশ্চিম থানা সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, তুরাগ থানা সাধারণ সম্পাদক মুফতি আহমদ শফী, দক্ষিণখান থানা সভাপতি মুফতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মান্নান, উত্তরা পূর্ব থানা সিনিয়র সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, খিলক্ষেত থানা সহসভাপতি মাওলানা হোসাইন আহমদ, যুব বিষয়ক সম্পাদক মুফতি আনাস বিন মুহসিন, উত্তরখান থানা সাধারণ সম্পাদক মাওলানা মুকাররম হোসাইন ও অর্থ সম্পাদক মাওলানা ইব্রাহিম আজাদী, উত্তরা পশ্চিম থানা সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা নিজাম তালুকদার, তুরাগ থানার তৃতীয় প্রকল্পের সভাপতি মাওলানা তরিকুল ইসলাম মাজেদী ও সাংগঠনিক সম্পাদক মুফতি মিজানুর রহমান, মাওলানা ইকরাম তালুকদার, যুব জমিয়ত বাংলাদেশের দফতর সম্পাদক মাওলানা মুকতাদির আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ নূর হোসাইন প্রমুখ।

সম্মেলন সফল করতে ওয়ার্ডভিত্তিক গণসংযোগ, প্রচার-প্রচারণা বৃদ্ধিসহ সাংগঠনিক সমন্বয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2