চাঁপাইনবাবগঞ্জে পানির নীচে কৃষকের উৎপাদিত ফসল
বুকভরা আহাজারীতে কাটছে দিনরাত

চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানির নিচে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। কারণ পদ্মার বর্ধিত পানিতে ১৯০০ হেক্টর জমির ফসল নিমজ্জিত। আর উৎপাদিত ফসল রাতের আঁধারে এভাবে পানির নিচে তলিয়ে যেতে দেখে বুক ভরা হাহাকার ছাড়া আর কিছুই যেন করার নেই তাদের। শুধু দুই চোখে ছলছল পানি যেন এখন তাদের একমাত্র সম্বল।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পদ্মা পাড়ের প্রায় ১১ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়াও চরাঞ্চলে পানি ঢুকে পড়ায় ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বানভাসী মানুষদের জন্য সাহায্যের হাত প্রসারিত করলেও তা যেন যৎসামান্য বলছেন ভুক্তভোগীরা। তবে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকবে না বলে জানান কৃষি বিভাগ।
জানা গেছে, পদ্মা নদীতে পানি বৃদ্ধি হওয়ার কারণে চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলার ৭ হাজার ৫১৫ কৃষকের ১ হাজার ৮৮২ হেক্টর জমির রোপা ধানসহ ডুবে গেছে অন্যান্য সবজি। এতে জেলার সদর উপজেলায় ৫৪০ হেক্টর এবং শিবগঞ্জ উপজেলায় ১ হাজার ৩৪২ হেক্টর জমির রোপা আউশ, হলুদসহ সব্জি নষ্ট হতে বসেছে।
চরাঞ্চলের কৃষকরা বলছেন, প্রতিদিন পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে ভয়াবহ হারে। এতে করে নিম্নাঞ্চলের কৃষকের আবাদি জমি পানিতে ডুবে যাচ্ছে। ফলে রোপা, কলা, সবজিসহ বিভিন্ন ফসলের জমি ডুবে গেছে। এতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে।
এনিয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, পদ্মার পানি বৃদ্ধির কারণে শিবগঞ্জ উপজেলায় ১ হাজার ৩৪২ হেক্টর আবাদি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। এ উপজেলার ১৩ হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আউশ আবাদ হচ্ছে। এরমধ্যে ১ হাজার ২৭২ হেক্টর রোপা আউশ পানিতে নিমজ্জিত। এছাড়াও ৫২ হেক্টর সব্জি, ১৩ হেক্টর হলুদ ও ৫ হেক্টর কলাসহ জমির অন্যান্য ফসল তলিয়ে গেছে। এতে প্রায় ৪ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বন্যার পানিতে ৩ হাজার ১৫ জন কৃষকের ৫৪০ হেক্টর ধান, সব্জিসহ বিভিন্ন ফসলের জমি ডুবে গেছে। তবে আক্রান্ত ফসলের মাঠ থেকে পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকবে না বলেও জানান এই কৃষি কর্মকর্তা।
তবে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব জানান, উজানের ঢলে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে ৩ সেন্টিমিটার। পদ্মায় পানি বিপৎসীমা ধরা হয়েছে ২২ দশমিক ৫ মিটার। বর্তমানে পদ্মার পানি বিপৎসীমার মাত্র ৩১ সেন্টিমিটার নিচ নিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কয়েক দিনের মধ্যে নদীর পানি কমতে শুরু করবে বলে জানান আহসান হাবিব।
বিভি/এআই
মন্তব্য করুন: