সীমান্তে মাদক উদ্ধার, পাঁচ মোটরসাইকেলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কুথনিপাড়া এলাকার একটি আমবাগানে মাদক সেবনের আড্ডায় অভিযান পরিচালনার সময় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা স্থানীয় মাদক সেবক ও ব্যবসায়ীদের দ্বারা অবরুদ্ধ হয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকালে ওই এলাকার পাগলা সেতুর পাশের আমবাগানে এই অবরুদ্ধের ঘটনা ঘটে। তবে, পরে অতিরিক্ত বিজিবি সদস্য গিয়ে অবরুদ্ধ বিজিবি সদস্যদের উদ্ধার করে ওই স্থান থেকে আমদানি নিষিদ্ধ ১৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা, ১টি খালি মদের বোতল ও পাঁচটি মোটরসাইকেলসহ ১ যুবককে আটক করে। এসব তথ্য নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
আটক মাদকসেবি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট এলাকার ফজলুর রহমানের ছেলে সাজিদ আহম্মেদ টুটুল (৩০)।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ব্যাটালিয়নের বাখেরআলী বিওপির টহলদল আলীমনগর ঘাট হতে ৭ কি.মি. পূর্ব দিকে ৪নং বেড়ীবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে আগে থেকে উপস্থিত মাদক সেবনকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন মোটরসাইকেল ফেলে পালিয়ে যেতে সক্ষম হলেও আটক করা হয় টুটুলকে। পরে তার শরীর ও মোটরসাইকেল তল্লাশি করে ১৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং ফেলে যাওয়া অন্যান্য আলামতসহ ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযান শেষে চলে আসার সময় আটক টুটুলকে ছাড়িয়ে নিতে মাদক সেবনকারী ও বিক্রেতারা গ্রামবাসীর সহায়তায় বিজিবি সদস্যদেরকে অবরুদ্ধ করে নানারকম ভয়ভীতি ও হুমকি দিয়ে কয়েক দফায় তাদের ওপর হামলার চেষ্টা চালায়। পরে কোম্পানি কমান্ডারের নির্দেশে বিওপি থেকে অতিরিক্ত বিজিবি সদস্য গিয়ে অবরুদ্ধ বিজিবি সদস্যদের উদ্ধার করে জব্দ করা ১৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ভারতীয় রুপি, ৪৫ হাজার ৩ শত নগদ বাংলাদেশি টাকা, ১টি খালি মদের বোতল, ২টি এপাচি ৪ভি মোটরসাইকেল, ২টি হিরো মোটরসাইকেল ও ১টি টিভিএস মোটরসাইকেলসহ আটককৃত মাদক ব্যবসায়ী টুটুলকে সদর মডেল থানায় সোপর্দ করে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: