স্থায়ী নিয়োগে অগ্রাধিকারসহ ৫ দফা দাবিতে বিপিসি শ্রমিকদের মানববন্ধন

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসির) অধীনস্থ সকল প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের স্থায়ী নিয়োগের অগ্রাধিকার, অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী মজুরি, দুই ঈদের উৎসব ভাতা ও বৈশাখী ভাতাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন পালিত হয়েছে চট্টগ্রামে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বিপিসি প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অধীনস্ত প্রতিষ্ঠানে নিযুক্ত দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদ এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বিপিসির নিয়োগ নীতিমালা ২০২৩ সংশোধন করে দৈনিক ভিত্তিক শ্রমিকদের অংশগ্রহণের সুযোগ এবং দীর্ঘদিনের শ্রমিকদের ৬ ও ৭ নম্বর গ্রেডে সরাসরি মৌলিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ, অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী চলতি বছরের ১ জুলাই থেকে ৮০০ টাকা মজুরি কার্যকর, শ্রমিক হিসেবে নিয়োগপত্র প্রদান এবং মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ৪৫ দিনের ছুটি কার্যকরসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদল সভাপতি এমএ নাজিম উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদল সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অধীনস্থ প্রতিষ্ঠানে নিযুক্ত দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিনসহ অন্যরা। শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: