তালায় ৭ ফার্মেসি মালিকের ১৬ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরার তালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার দায়ে ৭টি ফার্মেসি মালিকের ১৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে তালা উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপা রানী সরকার।
তিনি জানান, তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার দায়ে ড্রাগ আইনের ১৯৪০ এর 'খ' ও 'গ' ধারায় সেখানকার ৭ ফার্মেসি মালিকের ১৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এর মধ্যে, আবিরন ফার্মেসী মালিকের ৫ হাজার টাকা, সাবা ফার্মেসী মালিকের ৩ হাজার টাকা, সাচ্চু ফার্মেসী মালিকের ২ হাজার টাকা, তাসা ফার্মেসী মালিকের ২ হাজার টাকা, জোহরা ফার্মেসী মালিকের ৩ হাজার টাকা, নওশাদ ফার্মেসী মালিকের ৫০০ টাকা ও মদিনা ফার্মেসী মালিকের ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার আরও জানান, ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অপরাধ না করে, সেই লক্ষ্যে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় সেখানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ড্রাগ পরিদর্শক বাশারত হোসেনসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: