• NEWS PORTAL

  • রবিবার, ১৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৩৪ হাজার টাকায় বিক্রি হলো ২২ কেজি ওজনের কোরাল

প্রকাশিত: ১৭:০৩, ১৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
৩৪ হাজার টাকায় বিক্রি হলো ২২ কেজি ওজনের কোরাল

ছবি: সংগৃহীত

কুয়াকাটায় জেলের জালে এবার ধরা পড়েছে প্রায় ২২ কেজি ওজনের এক বিশালাকৃতির সামুদ্রিক কোরাল মাছ। মাছটি কুয়াকাটার মাছের আড়তে প্রায় ৩৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে কুয়াকাটা সৈকতের পশ্চিমে লেবুরবন সংলগ্ন সাগরে মাছটি ধরা পড়ে আনোয়ার নামের এক জেলের জালে।

পরবর্তীতে মাছটি কুয়াকাটার মাছের আড়ত হাসিব ফিসে নিয়ে আসা হয়। সেখানে প্রতি কেজি ১ হাজার ৫৫০ টাকায় বিক্রি হওয়ায় মাছটির দাম দাঁড়ায় ৩৩ হাজার ৭৯০ টাকা। স্থানীয় খাঁন ফিসের মাধ্যমে মাছটি ক্রয় করেন হাসিব ফিসের স্বত্বাধিকারী মো. খলিল।

মাছটি দেখতে বাজারে ভিড় করেন উৎসুক মানুষ। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যার ফলে বাজারে উৎসবের আমেজ সৃষ্টি হয়। স্থানীয় জেলেরা জানান, এত বড় কোরাল মাছ সাধারণত ধরা পড়ে না, তাই তারা বিশেষভাবে আনন্দিত।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা গণমাধ্যমকে বলেন, কোরাল মাছ বাংলাদেশের একটি দামী ও জনপ্রিয় সামুদ্রিক মাছ। কুয়াকাটার জেলেদের জালে মাঝে মাঝে বড় আকৃতির কোরাল ধরা পড়ে। এ ধরনের মাছ রফতানির ক্ষেত্রেও ভালো মূল্য পাওয়া যায়। স্থানীয় বাজারে বিক্রি হওয়ায় সাধারণ মানুষ কাছ থেকে মাছটি দেখতে পেরেছে।

বিভি/এআই

মন্তব্য করুন: