• NEWS PORTAL

  • রবিবার, ১৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

খাগড়াছড়িতে বাড়ি ফেরার পথে  বজ্রপাতে তরুণের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২১:১১, ১৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে বাড়ি ফেরার পথে  বজ্রপাতে তরুণের মৃত্যু

ছবি: শরীফুল ইসলাম

খাগড়াছড়িতে ব্রজপাতে যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দীঘিনালা কবাখালিতে এই ঘটনা ঘটে।

নিহত শরীফুল ইসলাম (২০) একই এলাকার নজরুল ইসলামের ছেলে। 

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার সময় আকস্মিক ব্রজপাতের ঘটনা ঘটে। এসময় শরীফুল ইসলাম গুরতর আহত হয়। তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।

নিহত শরীফুল ইসলামর বাবা নজরুল ইসলাম জানান, আমরা একসাথে বাড়ি ফিরছিলাম। আমি ছেলের ১’শ গজ সামনে ছিলাম।  সে গরু নিয়ে পিছনে ছিলো। আমার সামনে ব্রজপাত হয়েছে। এরপর কীভাব কী হলো আর বুঝতে পারি নাই। হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রঞ্জন বড়ুয়া রাজন বলেন, ব্রজপাতে  শরীফুল ইসলামের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
 

বিভি/এআই

মন্তব্য করুন: