দুঃস্হ অসহায়দের মাঝে চাল ও টিসিবির স্মার্ট কার্ড বিতরণ

ফাইল ছবি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেনের উদ্যাগে দুঃস্হ, অসহায়দের মাঝে চাল এবং টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২০ আগস্ট) মহানগরীর পশ্চিম বাকলিয়া বড় মিয়া মসজিদ মাঠে এই কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি গণ মানুষের দল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। তাই বিএনপির নেতা কর্মীরা সেই ধারাবাহিকতা বজায় রাখছে। তিনি নেতাকর্মীদেরকে জনগণের কল্যাণে কাজ করার পরামর্শ দেন।
এসময় বিএনপি,যুবদল,ছাএদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভি/এআই
মন্তব্য করুন: