• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের মাদকবিরোধী অভিযানে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার 

প্রকাশিত: ২২:১৭, ১০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কক্সবাজারের মাদকবিরোধী অভিযানে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার 

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দীন  জানান, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল  উখিয়ার সীমান্ত পিলার বিডি-২১ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এসময় মিয়ানমারের দিক থেকে ১০-১২ জনের এক সংঘবদ্ধ চক্র বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। 

এ সময় চোরাকারবারিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা প্রদর্শন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যদের তৎপরতার  মুখে তারা খালে ঝাঁপিয়ে পড়ে ও সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে খালের পাড়ে সাদা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেটের ভেতর থেকে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। পরবর্তীতে রাতভর চোরাকারবারীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: