চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার হাতে ছেলে খুন

ছবি: নিহত মো. শাহেদ
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় বাবা ক্ষুব্ধ হয়ে ছেলেকে ছুরিকাঘাতে খুন করেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের আবুতোরাব ঘড়ি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. শাহেদ আবুতোরাব গ্রামের বাসিন্দা মো. নুরুজ্জামানের ছেলে। নিহত সাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। ঘটনার পর নুরুজ্জামান পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, নুরুজ্জামান সৌদি প্রবাসী। গত মে মাসে তিনি দেশে আসেন। নুরুজ্জামান সম্প্রতি সিলেটের এক নারীকে গোপনে বিয়ে করেন। শাহেদ ও তার মা বাড়িতে না থাকার সুযোগে মঙ্গলবার দ্বিতীয় স্ত্রীকে তিনি বাড়িতে নিয়ে আসেন নুরুজ্জামান। দ্বিতীয় বিয়ে নিয়ে বাবার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে নুরুজ্জামান ছেলেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত শাহেদকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পালিয়ে যাওয়া নুরুজ্জামানকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশের একাধিক টিম।
বিভি/এআই
মন্তব্য করুন: