দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০
								
													হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে ঢাকাগামী রয়েল পরিবহনের সাথে সিলেটগামী এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এছাড়া আহত হন ২০ জন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে নিয়ে গেলে আরেকজনের মৃত্যু হয়।
 
বিভি/পিএইচ
						


							
							
 
										
							
							
							
							
							
							
							
							
							
							
											
											
											
											
মন্তব্য করুন: