রাউজানে মধ্যরাতে দুর্বৃত্তের হামলা, গুলিবিদ্ধ ৪
চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে উপজেলা শ্রমিক দল ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে। বুধবার রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগোয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী ও বাগোয়ান ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন রুবেল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ করে একদল সশস্ত্র দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে গুলি করে পালিয়ে যায়। এতে চারজন গুলিবিদ্ধ হন। আহতদের প্রথমে নোয়াপাড়ার পথেরহাট কসমিক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে সুমনের বুকে গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
উল্লেখ্য, রাউজান উপজেলায় গত এক বছরে গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব হত্যাকাণ্ড ঘটেছে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: