• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

পদ্মার দুই ইলিশের দাম ১৯ হাজার ৭০০ টাকা

প্রকাশিত: ১২:৩৯, ৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পদ্মার দুই ইলিশের দাম ১৯ হাজার ৭০০ টাকা

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৪ কেজি ৩৮০ গ্রাম ওজনের দুইটি বড় ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৯ হাজার ৭০০ টাকায়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে মাছ দুইটি দক্ষিণ কোরিয়া থাকা এক প্রবাসী তার পরিবারের জন্য ক্রয় করেছেন।

এর আগে ভোরে দৌলতদিয়া ঘাটের মাছ বাজারের হালিমের আড়তে ৪ কেজি ৩৮০ গ্রাম ওজনের মাছটি দুইটি নিলামে উঠলে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে ১৮ হাজার ৮০০ টাকায় কিনে নেন।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ গণমাধ্যমকে বলেন, সকালে দৌলতদিয়া মাছ বাজারে হালিমের আড়তে ২ কেজির বেশি ওজনের দুইটি ইলিশ মাছ যার ওজন ৪ কেজি ৩৮০ গ্রাম বিক্রির জন্য নিলাম করা হয়। এসময় উন্মুক্ত নিলামে মাছ দুইটি ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে ১৮ হাজার ৮০০ টাকায় কিনে নেই। পরে ৪ হাজার ৫০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৭০০ টাকায় মাছ দুটি দক্ষিণ কোরিয়ায় থাকা এক প্রবাসীর কাছে বিক্রি করেছি। প্রবাসী ভাইটি গতকাল আমার কাছে অর্ডার দিয়ে রেখেছিলেন। তার গ্রামের বাড়ি মাদারিপুরে মাছ দুইটি ডেলিভারি দেওয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক গণমাধ্যমকে বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞার পর পদ্মায় বড় বড় সাইজের ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ছে। সচারাচর ২ কেজি ওজনের ইলিশ খুব কমই পাওয়া যায় পদ্মায়। তবে মাছ গুলো যে এখনো পাওয়া যাচ্ছে এটা আমাদের জন্য খুশির খবর।

বিভি/এআই

মন্তব্য করুন: