• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলির ঘটনায় হয়নি মামলা, আটকও হয়নি কেউ

প্রকাশিত: ১২:৪৪, ৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:৫৫, ৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলির ঘটনায় হয়নি মামলা, আটকও হয়নি কেউ

চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ’র গণসংযোগে গুলি করে হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। গ্রেফতারও হয়নি কোনো আসামি।

এদিকে, গণসংযোগকালে গুলির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিএনপির নেতারা। একইসঙ্গে এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল তিনটায় বিক্ষোভ মিছিল করার কথা জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ময়নাতদন্তের পর নিহতের লাশ হস্তান্তর করা হবে। এরপর মামলা দায়ের করবে নিহতের পরিবারের লোকজন। আমাদের অভিযান চলছে। এখনও পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। 

উল্লেখ্য, বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর চালিতাতলী এলাকায় এলাকায় চট্টগ্রাম–৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সঙ্গে প্রচারণায় অংশ নেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার বাবলা। এরশাদ উল্লাহর গণসংযোগে সারোয়ার হোসেন বাবলাকে গুলি করা হয়। এতে তিনি নিহত হন। এছাড়াও প্রার্থী এরশাদ উল্লাহসহ দুইজন গুলিবিদ্ধ হন। এরশাদ উল্লাহর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। পুলিশ জানায়, নিহত সরোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, হত্যাসহ ১৫টি মামলা রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: