• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলে নির্বাচন অফিসে ভাংচুর ও হামলা, কর্মকর্তাসহ আহত ৩ জন

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত: ২০:১৩, ১০ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
টাঙ্গাইলে নির্বাচন অফিসে ভাংচুর ও হামলা, কর্মকর্তাসহ আহত ৩ জন

টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসের ডেটা এন্টি অপারেটর আমজাদ হোসেন এবং স্ক্যানিং অপারেটর সুমন।

সোমবার (১০ নভেম্বর) উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর দুপুর জেলা নির্বাচন অফিসার ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সোমবার সকালে হঠাৎ করে বিএনপি'র প্রায় ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী উপজেলা নির্বাচন অফিসে এসে নির্বাচন অফিসারের উপর হামলা করে। 

জেলা নির্বাচন অফিসের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি উদ্ধর্তন কতৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি অফিস ভাংচুর ও সরকারি কর্মকর্তার গায়ে আগাত করার কারণে একটি মামলা দায়ের করা হবে। মামলার প্রক্রিয়াধীন চলছে।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমরা পরিদর্শন করে দেখলাম সরকারি অফিসে ভাংচুর করা হয়েছে,যদি নির্বাচন অফিসারের বিরুদ্ধে কোন অভিযোগ থাকতো তাহলে লিখিত অভিযোগ দিতে পারতো। এ বিষয়ে নির্বাচন অফিসার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: