• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

পদ্মা সেতুর সামনে ট্রাকে আগুন, আটক ২

প্রকাশিত: ১০:২৯, ১৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পদ্মা সেতুর সামনে ট্রাকে আগুন, আটক ২

ছবি: সংগৃহীত

শরীয়তপুরে পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে পদ্মা সেতুর এক কিলোমিটার দূরে সড়ক অবরোধের ফলে দুই ঘণ্টার জন্য বন্ধ ছিলো যান চলাচল।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় জড়ো হয়। সড়কে অবস্থান নিয়ে ককটেল বিস্ফোরণ ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। এ সময় নাওডোবার তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। সৃষ্টি হয় দেড় কিলোমিটার দীর্ঘ যানজট।

পরে সড়কে অবস্থান নেয় পুলিশ ও স্থানীয়রা। ২ ঘণ্টা পর আজ সকাল ৮টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকাগামী যানবাহন ছেড়ে যায়।

এদিকে, শরীয়তপুরের স্থানীয় সড়কগুলোতে সকাল থেকে সীমিত চলাচল করছে দূরপাল্লার বাস।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2