• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

এবার ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন

প্রকাশিত: ১০:৪৮, ১৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১০:৫৩, ১৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এবার ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন প্রায় এক ঘণ্টা ধরে স্টেশনে আটকা পড়ে। 

বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ২টায় সদর উপজেলার দুবলা এলাকায় এ ঘটনা ঘটে। 

স্টেশন কর্তৃপক্ষ জানায়, রেললাইনের ওপর আগুন লাগার কারণে রাত ২টা থেকে ৩টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিলো। এতে চট্টগ্রামগামী যাত্রীবাহী ট্রেনগুলো ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকে পড়ে। পরে পুলিশ ও রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং ট্রেন চলাচল স্বাভাবিক করেন।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুর্বৃত্তরা রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2