• NEWS PORTAL

  • শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: দুই পুলিশ সদস্য ক্লোজড

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৯, ১৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: দুই পুলিশ সদস্য ক্লোজড

পিরোজপুর জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নি সংযোগের ঘটনায় ঘটনাস্থলের নিরাপত্তা দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে অবহেলার কারণে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। শনিবার ভোররাতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত কোনো এক সময় দাহ্য পদার্থ ব্যবহার করে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ কালো হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। 

পুলিশ সুপার জানান, অগ্নিসংযোগের ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  ঘটনাস্থলের নিরাপত্তা দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে অবহেলার কারণে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পরে ঘটনাস্থলে বিএনপি, জামায়াত, ছাত্র-জনতা  সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2