টাঙ্গাইলের সখীপুরে তিন শতাধিক মসজিদে আর্থিক সহায়তা
টাঙ্গাইলের সখীপুরে তিন শতাধিক মসজিদে ৭৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিলেন লাবিব গ্রুপ। এ উপলক্ষে শনিবার বিকেলে সখীপুর পি এম গভ: পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সিআইপি সালাহ উদ্দিন আলমগীর রাসেল।
সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মো : হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লাবীব গ্রুপের চেয়ারম্যান রাসেলের মাতা সালমা বেগম, বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহিদুল ইসলাম, সখীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক আল আজাদ।
আলোচনা সভা শেষে লাবীব গ্রুপের চেয়ারম্যান সিআইপি সালাহ উদ্দিন আলমগীর রাসেল তিন শতাধিক মসজিদকে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ লাখ টাকা আর্থিক অনুদান প্রধান করেন। এসময় বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, স্থানীয় বিএনপিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
লাবীব গ্রুপের চেয়ারম্যান সিআইপি সালাহ উদ্দিন আলমগীর রাসেল বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে রয়েছি। এখনো আমি মানুষের কল্যানে কাজ করছি৷ আমি আগামীতে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। আপনারা যদি আমাকে চান তাহলেই নির্বাচনে আসবো।
বিভি/এজেড




মন্তব্য করুন: