• NEWS PORTAL

  • শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

তারেক রহমান ছাড়া রোহিঙ্গাদের কেউ ফেরত পাঠাতে পারবে না: শাহজাহান চৌধুরী

প্রকাশিত: ১৮:৩২, ১৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩২, ১৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
তারেক রহমান ছাড়া রোহিঙ্গাদের কেউ ফেরত পাঠাতে পারবে না: শাহজাহান চৌধুরী

ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং উখিয়া ও টেকনাফ (কক্সবাজার-৪) থেকে আগামী সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। একমাত্র তারেক রহমান ছাড়া আর কেউ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারবে না। বিএনপি যতোবার ক্ষমতায় আসে ততোবারই শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদের আমরা পার করিয়ে দিতে পারি।

জাতীয় সংসদের সাবেক এই হুইপ আরও বলেন, বিএনপি ছাড়া কেউ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য চেষ্টা করে না। রোহিঙ্গাদের পুঁজি করে কেউ চেষ্টা করে নোবেল প্রাইজের জন্য, কেউবা চেষ্টা করে ডলারের জন্য। বিএনপি সরকার গঠন করলে মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের নিজেদের দেশে পাঠানো হবে।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উখিয়া উপজেলা বিএনপি আয়োজিত ‘নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম প্রধান এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয়সহ সভাপতি সেলিনা সুলতানা নীশিতা।

বক্তব্যে তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলেন, ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা জাতি হিসেবে উন্নতির পথে হাটবো, সে লক্ষ্যে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করে যেতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষের নিরংকুশ বিজয় নিশ্চিত করতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা এসময় বক্তব্য রাখেন এবং বিএনপি ইউনিটে অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2