তারেক রহমানের পক্ষে ভোটের প্রচারণা শুরু
ছবি: তারেক রহমানের পক্ষে ভোটের প্রচারণা
বগুড়া–০৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ, মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের কলোনি বাজার এলাকায় জেলা ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
পথসভায় জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। মানুষের ভোটাধিকারের জন্য ছাত্রদল মাঠে বিগত দিনে ছিল আছে ভবিষ্যতেও থাকবে।’

গণসংযোগ কর্মসূচিতে আরও নেতৃত্ব দেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, অভি, মশিউর, আরিফুল, হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয়, আলী হাসান, প্রান্ত, শহর ছাত্রদলের সভাপতি রাঙ্গা, সিনিয়র সহ-সভাপতি রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রণি, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, যুগ্ম আহ্বায়ক বিপ্লব, শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা, সদস্য সচিব সোহাগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা স্থানীয় ভোটারদের হাতে লিফলেট তুলে দেন। পথসভায় ধানের শীষের প্রতীকে ভোট চেয়ে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।
নেতাদের দাবি এবারের নির্বাচনে তরুণ ভোটারদের মাঝে ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে।
কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা কলোনি বাজার ও আশপাশের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালান এবং ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিভি/এআই




মন্তব্য করুন: