ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেফতার
চট্টগ্রাম জেলার আনোয়ারা এবং ফেনী জেলার সোনাগাজীতে পৃথক দুটি অভিযানে ধর্ষণ মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাইফুল ইসলাম বাদশা এবং জহিরুল ইসলাম।
র্যাব-৭ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ সাইফুল ইসলাম বাদশা চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে আসামি মোঃ সাইফুল ইসলাম বাদশাকে গ্রেফতার করে।
এছাড়া ফেনী জেলার সোনাগাজী থানার অপহরণ এবং ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জহিরুল ইসলামকে শনিবার দিবাগত রাতে সোনাগাজী থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরর্বর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: