নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে চট্টগ্রামের জনজীবন স্বাভাবিক
সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী
ছবি: চট্টগ্রামে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও চট্টগ্রামের জনজীবন স্বাভাবিক রয়েছে।
প্রতিদিনের মতো চলাচল করছে গণপরিবহন, স্বাভাবিক রয়েছে দূরপাল্লার বাস চলাচলও। অন্যান্য দিনের মতো চট্টগ্রাম রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে ট্রেনও। খোলা রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ ব্যবসায়িক প্রতিষ্ঠানও।
এদিকে রায়কে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে তারজন্য নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।সন্দেহজনক গাড়ি ও ব্যক্তিদেরকে করা হচ্ছে তল্লাসী।
বিভি/এআই




মন্তব্য করুন: