• NEWS PORTAL

  • সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

প্রকাশিত: ১১:৩৩, ১৭ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। 

রবিবার (১৬ নভেম্বার) দিবাগত রাতে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মহাসড়কের পাশে গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার রাতে গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখার একটি পুরাতন গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। যার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্থানীয় বাসিন্দারা জানান, আনুমানিক রাত ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে প্রথমে ব্যাংকের গেটের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। কিছুক্ষণ পরে তারা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। টের পেয়ে ব্যাংকে কর্মরত কয়েকজন দৌড়ে এসে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।

ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট তাপস গণমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, রাতে সিকিউরিটি গার্ড হঠাৎ বাঁশি বাজিয়ে আমাকে ডাকেন। নিচে নেমে দেখি পরিত্যক্ত গেটে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে পানি এনে আগুন নিভাই। এরপর পুলিশকে ফোন করি। এখানে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমি অভিযোগ দায়ের করতে সদর থানায় এসেছি।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেন, আমরা এ বিষয়ে পরে কথা বলছি।

বিভি/এআই

মন্তব্য করুন: