চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) এই দুর্ঘটনাগুলো হয়।
চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. নয়ন নামে এক ব্যাংকার মারা গেছেন। নিহত নয়ন ইসলামী ব্যাংকে চাকরি করতেন।
জানা যায়, নয়ন তার বন্ধুকে নিয়ে মাইজভান্ডার দরবার শরীফে জিয়ারত করতে যান। জিয়ারত শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যান নয়ন । এসময় তার বন্ধু গুরুতর আহত হন।
এদিকে হাটহাজারীর ফরহাদাবাদে সড়ক দুর্ঘটনায় মো. কাওসার নামে এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। নিহত কাওসারের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।
জানা যায়, শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরের দিকে ফটিকছড়ি এলাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে নাজিরহাটমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ির চালক কাওসার নিহত হন। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিভি/এসজি




মন্তব্য করুন: