• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

শিশু সাজিদের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ গ্রামবাসী 

প্রকাশিত: ১২:০৫, ১২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শিশু সাজিদের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ গ্রামবাসী 

ছবি: সংগৃহীত

গভীর নলকূপে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থান-সংলগ্ন মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।  

‘কোয়েলহাট পূর্বপাড়া নিবাসী রাকিব উদ্দীনের দুই বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছে’। মসজিদের এই ঘোষণা শুনে থেমে যায় সব কাজকর্ম। কেউ মাঠে যাননি, তেমন কোনো দোকানপাটও খোলেনি। সবাই গ্রামের রাস্তা ধরে গায়ে পাঞ্জাবি জড়িয়ে মাথায় টুপি দিয়ে সাজিদের নিস্পাপ মুখটা দেখতে তার বাড়ির দিকে আসেন। 

জানাজার মাঠে মানুষের ঢল নামে সকালেই। গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে স্কুলপড়ুয়া ছেলেরা সবার চোখ অশ্রুসিক্ত। যখন সাদা কাপড়ে মোড়ানো সাজিদের ছোট্ট দেহটি আনা হলো, তখন কান্নার শব্দে চারপাশ ভারী হয়ে গেলো। সাজিদের মা বারবার আহাজারি করতে করতে ছুটে আসতে চাইছিলেন।

জানাজার নামাজের ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। ইমাম সাহেব জানাজা শেষে যখন তাকবির দিলেন, মানুষ হাত তুলল দোয়ার ভঙিতে। হাজারো কণ্ঠে দোয়া অনুষ্ঠিত হলো। সবাই সাজিদের মাগফিরাতের জন্য দোয়া করেন। একইসঙ্গে এ দোয়াও করেন, যেন তার পরিবারকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন।

জানাজা শেষে সাজিদের ছোট্ট কফিনটা যখন কবরের দিকে নেওয়া হলো, তখন শুধু শোনা যাচ্ছিলো স্বজনদের কান্নার শব্দ। 

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদের মরদেহ নিয়ে যাওয়া হয়ে। একই দিন গভীর নলকূপের ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর রাত ৯টার দিকে শিশু সাজিদকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।


 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2