• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

দেশকে সর্বপ্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন আবদুল মোমেন খান: ড মঈন খান

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৩, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:৪৫, ১২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দেশকে সর্বপ্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন আবদুল মোমেন খান: ড মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রীপরিষদের সবচেয়ে বিচক্ষণ মন্ত্রী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আবদুল মোমেন খান। যেই বাংলাদেশ একসময় অর্থ সীমাবদ্ধতা ও পলিসি সীমাবদ্ধতার কারণে দারিদ্র ও খাদ্য সঙ্কট দেখা দিয়েছিল সেখান থেকে মরহুম মোমেন খান খাদ্য সীমাবদ্ধতার উত্তরণ ঘটিয়ে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল।

তিনি শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্য মন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন।

এ সময় মঈন খান বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে গিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। তিনি আরও বলেন, আমাদের মধ্য দলমত, ভিন্নমত থাকবে তবে ভিন্ন মতের কারণে নিজেদের মধ্যে যেন শত্রুতা সৃষ্টি না হয় সে দিকে সকলের সজাগ থাকতে হবে।

ড. আব্দুল মঈন খানের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রয়ী নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, মনোহরদী উপজেলা বিএনপির সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

স্মরণসভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মরহুম মোমেন খানের আত্মার মাগফেরাত কামণা করে দোয়া করা হয়। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2