• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস আজ

প্রকাশিত: ১৬:২৭, ১৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস আজ

আজ ১৫ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের কবল থেকে মুক্ত হয় সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্র বাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে জেলার মাটিতে উড়েছিল লাল-সবুজের বিজয় পতাকা।

মুক্তিযুদ্ধের সূচনালগ্ন থেকেই চাঁপাইনবাবগঞ্জ ছিল পাকিস্তানি বাহিনীর দখলে। ১৯৭১ সালের ১৯ এপ্রিল রাতে শহরে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটিয়ে তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই নৃশংসতা চাঁপাইনবাবগঞ্জের মানুষকে দমিয়ে রাখতে পারেনি বরং প্রতিরোধের আগুন আরও তীব্র হয়ে ওঠে। পাক বাহিনীকে প্রতিহত করতে সংগঠিত হন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। অনেকে প্রশিক্ষণের জন্য সীমান্ত পেরিয়ে ভারতে যান।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। জেলার বিভিন্ন স্থানে সম্মুখযুদ্ধে বহু মুক্তিযোদ্ধা আহত ও শহীদ হন। তবুও দমে যাননি তারা। ১০ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা চর বাগডাঙ্গা এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ শহর দখলের লক্ষ্যে অগ্রসর হন এবং পাক সেনাদের একাধিক বাঙ্কার দখল করে নেন। ১৩ ডিসেম্বর থেকে শুরু হয় তীব্র লড়াই।

এই লড়াইয়ের মধ্যেই ১৪ ডিসেম্বর রাতে মহানন্দা নদীর পাদদেশের রেহাইচর এলাকায় সম্মুখযুদ্ধে পাকিস্তানি হানাদার ও রাজাকারদের গুলিতে শহীদ হন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর। তার শাহাদাত মুক্তিযোদ্ধাদের মনোবল আরও দৃঢ় করে তোলে। ক্যাপ্টেন গিয়াস উদ্দীন, লেফটেন্যান্ট রফিকুল ইসলাম ও লেফটেন্যান্ট আব্দুল কাইউম খান নিজ নিজ বাহিনী নিয়ে আক্রমণ আরও জোরদার করেন।

মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি অভিযানের মুখে একপর্যায়ে পাক বাহিনী পিছু হটতে বাধ্য হয়। ১৪ ডিসেম্বর রাতেই তারা চাঁপাইনবাবগঞ্জ শহর ছেড়ে পালিয়ে যায়। পরদিন ১৫ ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা দলে দলে শহরে প্রবেশ করলে শত্রুমুক্ত হয় পুরো জেলা।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2