অনুমোদনবিহীন বৈদ্যুতিক সরঞ্জামাদি তৈরির দায়ে চট্টগ্রামে ওয়ান প্লাসকে ১২ লাখ টাকা জরিমানা
অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক সরঞ্জামাদি তৈরীর দায়ে চট্টগ্রামে ওয়ান প্লাস নামে একটি বৈদ্যুতিক কোম্পানি কে ১২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে নগরীর কদমতলী এলাকায় বিএসটিআই ও র্যাবের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।
র্যাব ৭ এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান জানান, সরকারি প্রয়োজনীয় অনুমোদন না নিয়ে, মান যাচাই পরীক্ষা সম্পন্ন না করে তারা বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করছিলো। এ ধরনের পণ্য অগ্নি নিরাপত্তার জন্য চরম হুমকি। এ সময় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান, নাগরিকদের বিএসটিআই এর অনুমোদনহীন পণ্য না কেনার অনুরোধ জানান।
বিভি/এসজি




মন্তব্য করুন: