• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

মাদকের টাকা না পেয়ে আপন খালাকে হত্যা, বড় ভাইকেও কুপিয়ে জখম

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩১, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৩১, ৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মাদকের টাকা না পেয়ে আপন খালাকে হত্যা, বড় ভাইকেও কুপিয়ে জখম

সাতক্ষীরার কলারোয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে খালাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ ইতোমধ্যে ঘাতক আল আমিনকে গ্রেফতার করেছে। সোমবার (৫ জানুয়ারি) রাতে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খালা মঞ্জুয়ারা বেগমের।

এর আগে গত ৩ জানুয়ারি (শনিবার) রাতে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মনজুয়ারা সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা সরদার পাড়া গ্রামের মৃত আব্দুল লতিফ এর কন্যা। আর গ্রেফতারকৃত ঘাতক মাদকাসক্ত আল আমিন (৩৫) একই গ্রামের নূর ইসলামের পুত্র। 

স্থানীয়রা জানান, অভিযুক্ত আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদক কেনার টাকার জন্য সে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়তো। ঘটনার রাতে আল আমিন তার আপন খালা মঞ্জুয়ারা খাতুন, মা জয়গুন ও বড় ভাই আমজাদ হোসেনের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। তারা তাকে টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে আল আমিন তাদের মারধর করে এবং কোঁদাল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে খালা মঞ্জুয়ারা ও বড় ভাই আমজাদকে।

স্থানীয়রা এসময় তাদের চিৎকার শুনে ছুটে এসে আহতদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে মঞ্জুয়ারা খাতুনের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার রাতে মারা যান।

এ ঘটনায় আহত আমজাদ হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্ত আল আমিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত আসামি আল আমিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2