• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

দেড় কেজি ওজনের এক ইলিশ বিক্রি হলো ৫ হাজার ৪৫৬ টাকায়

প্রকাশিত: ২৩:১৩, ৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দেড় কেজি ওজনের এক ইলিশ বিক্রি হলো ৫ হাজার ৪৫৬ টাকায়

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ইলিশ মাছ ৫ হাজার ৪৫৬ টাকায় বিক্রি হয়েছে। 

বুধবার (৭ জানুয়ারি) শেষ বিকা‌লের দিকে কুয়াকাটার ঝাউবন এলাকার জেলে মাসুদ মাঝির জালে ধরা পড়ে এক কেজি ৫০০ গ্রাম ওজনের মাছ‌টি।

মাসুদ মাঝি গণমাধ্যমকে জানান, সাগরে এখন বড় ইলিশের সংখ্যা অনেক কম। তবে আল্লাহর রহমতে আমি যে মাছটি পেয়েছি, সেটি আকারে অনেক বড় ছিলো। খুব বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি।

তি‌নি জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় হঠাৎ করেই বড় আকারের ইলিশটি জালে উঠে আসে। পরে মাছটি স্থানীয় হিসেবে মণপ্রতি ১ লাখ ৫২ হাজার টাকা দরে, অর্থাৎ কেজিপ্রতি ৩ হাজার ৮০০ টাকা হিসেবে মোট ৫ হাজার ৪৫৬ টাকায় বিক্রি করা হয়।

মাছ‌টি কুয়াকাটা পৌর বাজারে ঘরামী ফিস ঘ‌রে নিয়ে আসলে নিলামের মাধ্যমে ‘মাছের বাড়ি’ নামের আড়ৎদার মো. হাসান মাছটি কিনে নেন। তিনি গণমাধ্যমকে বলেন, অসম‌য়ে পাওয়া ম‌াছটি একটু লাভের আশায় ক্রয় করি‌ছি। সামান্য লাভ পেলেই বিক্রি করে দেবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা গণমাধ্যমকে বলেন, শীত মৌসুমে মাঝেমধ্যে বড় ইলিশ ধরা পড়লেও এ ধরনের ওজনের মাছ এখন বিরল, যা বাজারে বাড়তি আগ্রহ তৈরি করে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2