• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

টিকিট ছাড়া ট্রেনে উঠে ছাত্র পরিচয়ে চেকারকে মারধর

প্রকাশিত: ১৯:২৪, ৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
টিকিট ছাড়া ট্রেনে উঠে ছাত্র পরিচয়ে চেকারকে মারধর

ট্রেনে টিকিট চেয়ে মারধরের শিকার হয়েছেন এক রেলওয়ের টিটিই (ট্রাভেলিং টিকিট এক্সামিনার) বা টিকিট চেকার। কিশোরগঞ্জের ভৈরবে ছাত্র পরিচয়ে টিটিইকে মারধর করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি জানাজানি হয়। সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বিকেল ৩টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটিতে টিকিট চেকিংয়ের দায়িত্বে ছিলেন টিটিই তানজিম ফরাজি। ট্রেনটি টঙ্গী স্টেশন অতিক্রম করার পর তিনি ৮ থেকে ১০ জন যাত্রীর কাছে টিকিট চাইলে তারা নিজেদের ছাত্র পরিচয় দিয়ে জানান, তাদের টিকিট নেই। এ সময় টিটিইর সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই দলের সঙ্গে থাকা এক মধ্যবয়সী যাত্রীর কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ২২০ টাকা ভাড়া আদায় করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে ট্রেনটি ভৈরব স্টেশনে পৌঁছালে টিটিই নামার পর ওই যাত্রীরা স্টেশন এলাকায় তাকে এলোপাতাড়ি মারধর করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ভুক্তভোগী টিটিই তানজিম ফরাজি বলেন, ছাত্র পরিচয় দেওয়া যাত্রীরা জানায় তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তারা বলে, তারাই দেশ স্বাধীন করেছে, তাদের টিকিট লাগে না। ভাড়া নেওয়ার পর তারা আমার ওপর ক্ষিপ্ত হয়। ভৈরবে ডিউটি শেষ করে নামাজ পড়তে যাওয়ার সময় তারা আমাকে ধরে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যেতে চায়। আমি রাজি না হলে আমাকে মারধর করে। 

ভৈরব রেলওয়ে স্টেশনের অফিসার মো. ইউসুফ গণমাধ্যমকে বলেন, ঘটনাটি জানার পর আমরা খোঁজখবর নিচ্ছি। যারা হামলা করেছে, তারা ভৈরবের বাসিন্দা নয় বলে প্রাথমিকভাবে জেনেছি।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ গণমাধ্যমকে বলেন, টিটিইকে মারধরের বিষয়টি আমরা অবগত। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2