• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের আগমন উপলক্ষে বগুড়া জেলা বিএনপির মতবিনিময়

প্রকাশিত: ১৯:৪০, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৪৩, ৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
তারেক রহমানের আগমন উপলক্ষে বগুড়া জেলা বিএনপির মতবিনিময়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া আগমন কেন্দ্র করে জেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন বগুড়া-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ। মতবিনিময় সভায় বগুড়া জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অধীনস্ত সকল উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন শুধু বগুড়া নয়, বরং উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। তার আগমনকে কেন্দ্র করে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করা এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ নতুন করে সংগঠিত হচ্ছে। তার বগুড়া আগমনকে সফল করতে জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন,তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার বগুড়া আগমন জনসমুদ্রে রূপ নেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এই কর্মসূচিকে সফল করব।

মতবিনিময় সভায় আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের করণীয় এবং সাধারণ জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দলের ভাবমূর্তি রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো উসকানির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভা শেষে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তারেক রহমানের বগুড়া আগমন বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বগুড়া জেলা অগ্রণী ভূমিকা পালন করবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2