• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশের: নার্গিস বেগম

রাজেক জাহাঙ্গীর, যশোর

প্রকাশিত: ২০:০৭, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:০৭, ৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশের: নার্গিস বেগম

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশের, যেখানে জনগণের মতামতের ভিত্তিতে গঠিত গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে। দেশের সকল মত পথের মানুষ নির্ভয়ে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে, সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি আমৃত্যু পর্যন্ত লড়াই করেছেন।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার (৬ জানুয়ারি) যশোর সদর উপজেলা নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি মাঠে অনুষ্ঠিত শোক সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রকে ভালোবেসে তিলে তিলে হত্যার স্বীকার হয়েছে তারপরও তিনি ফ্যাসিস্টের সাথে আপোষ করেননি। তাকে যেভাবে নির্মম নির্যাতন করে এমনকি কারাগারে বিষ প্রয়োগ করে তিলে তিলে হত্যা করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে তা নজিরবিহীন। তিনি মৃত্যুর দিকে অগ্রসর হয়েছেন কিন্তু, দেশ ও জনগণের স্বার্থে নতি স্বীকার করেননি। তাকে বিদেশে পাঠানোর প্রস্তাব দেওয়া হলে তিনি সেটি প্রত্যাখ্যান করেন। তিনি বারংবার বলেছেন বাংলাদেশ নামক ভূখণ্ডের বাইরে আমার কোন ঠিকানা নেই। 

নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে এই শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, সিনিয়র সহ-সভাপতি আবদুল জলিল গোলদার, যুগ্ম সম্পাদক সোহেল রানা তোতা, রূপদিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আরিফুজ্জামান, জিরাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর, রূপদিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল চৌধুরী, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ, শাখারিগাতি এম এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, রূপদিয়া বাজার বনিক সমিতির সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।  

পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া  ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসানুর রহমান শাকিল।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2