• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত

প্রকাশিত: ১১:২১, ১৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা দুই কিশোর মিরাজ শেখ (১৬) ও সজীব প্রামানিক (১৭) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার ওসি মো. মাসুদুর রহমান মুরাদ। 

এর আগে বুধবার রাত ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশার আজিজ সরদার মোড় বাসস্ট্যান্ড এলাকার সুগন্ধা ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পাংশা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, রাতে পাংশা পৌর শহরের বিষ্ণুপুর এলাকা থেকে ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সজীব ও মিরাজ। ঠিক তখনই কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীমুখী একটি অজ্ঞাত ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই সজীব প্রামানিক নিহত হন। অপরজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। তখন সেখানকার কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন। 

নিহত সজীব প্রামানিক পাংশা পৌরশহরের সাইদুল প্রামানিকের ছেলে ও মিরাজ শেখ পাংশা পৌর শহরের কুড়াপাড়া এলাকার ইব্রাহিম শেখের ছেলে।

এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার ওসি মো. মাসুদুর রহমান মুরাদ গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পর লাশটি উদ্ধার করা হলে তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।  এ রকম মর্মান্তিক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিভি/এআই

মন্তব্য করুন: